রাত্রি, তোমার শিয়রে ঘুমানো পৃথিবী
পৃথিবীর বুকে ছড়ানো মানুষের মুখ
শিশুর মত মানুষের ঘুম, নিঃস্পাপ ঘুম
যেন জন্মাবধি। তোমার দেখার দাবি
রেখেছ এই মাটির পেয়ালায় ঢেকে।
দেখ,সকল কালিমার কুয়াশা মুখ থেকে
উবে যায়,নখের কোনায় আটে এমন
কোন ঘৃণাও বাকি নেই সেই চোখে
ধুয়ে যায় মধ্য রাতের জ্যোস্নার জলে।
এই সব পবিত্র মুখ দেখেনি কোন জনে
রাত জাগা কোন ক্ষনে,
শিশুর মত মানুষের মুখ ঘুমের অতলে।
ভেসে ওঠে মানুষের নিখুঁত অবয়ব
থিতানো জলের তলে যেন হারানো স্বর্ণ
নোলক,মানুষ ঢেকে আছে আর মানুষের তলে।
কোন শোকে নিজেকে রেখেছে ঢেকে
কোন লোভের ভয়ে রয়েছে জেগে
চোখের ভাষা কেড়ে নিয়ে মুখে,ভুলিয়ে
রেখেছে নিজেকে দিনের আলোয়।
ঘুমের তলায় জাগা মুখ গুলি ভেসে থাক
দিনের পর দিন, রাত্রি তোমার দেখার
দাবি ছেড়ে দাও দিনের কাছে,
যা ছিল যা আছে, সেও দেখুক পবিত্র আলো মুখ।
মানুষের মাঝে মানুষ ভেসে থাক
ভুলে যাক ভুলে যাক সকল অসুখ।