কখনো মানুষের ছায়া তার চেয়ে বেশি হয়,
বুকের ছাতির মাপ হৃদয়ের কাছে হেরে যায়।
বনসাই বটের বিশাল রূপ ছোট্ট মাটির পেয়ালায়।
ভয়হীন,অন্ধ সাহস সত্যের অপচয়।


জননীর খোয়াব ভাঙ্গা রাতে উচ্চকিত দুই হাত,
সাধ্যের চেয়ে রাখিবে যে কোন ত্যাগ
বিশ্বাস অবিশ্বাসের উর্ধে এ মানত।
রাতের নিরবতা ভেঙ্গেছে যখন জননীর বুকের কাঁপন
কি আর ক্ষতি মানিয়া নিলে কিছুটা অবোধ আবেগ।


থাকুক কিছুটা সহজ ভয়, ক্ষুদ্র প্রানের
মাঝে বিরাট হৃদয়।
রাখুক পুষিয়া একরোখা টান, বুকের মাঝে
নিরোগ অভিমান।