আমরা নিরন্ন উপবাসি
আমরা তৃতীয় মানব দল
আমরা একই ভাষাভাষী
আমদের রাষ্ট্র সীমান্ত মুছে যায় ক্ষুধার ভাষায়।
আমরা ক্ষুধা ভোগ করি
ক্ষুধার সাথে বসবাস করি প্রতিনিয়ত
আমাদের অস্তিত্ব যে মাটিতে প্রথিত
সে ভূমিতে আমার শরিরের গন্ধ
আমরাই তো মাটি
মাটি জলে ফুল ফসলের শরীর আমাদের।
সে মাটি হতে বিভাজিত আমি
আমার ভূমিতে আমি ভূমিহীন
আমার ফসলে আমার ক্ষুধা মেটেনা
প্রতি বেলা খাদ্য আমার বিলাস
ভূমিহীন আমরা, আমরা কৃষক দাস।