পাতার মত আলগোছেতে
হঠাৎ করে ঝড়ে গেলে।
মাটির পিদিম শেষবারে তে
নিভে যাবার আধার কালে।
সব কোলাহল ছিন্ন করে
একলা আমির দলে
মিশবো যখন মহাকালের ফিরতি মিছিলে
তখন তুমি একটু কেঁদো একটু ফেলো জল
বুকের পাশে দুঃখ পুষে ভাল থাকার করলে না হয় ছল।
একলা ঘরে খুব গোপনে
করবে যখন নিজের সাথে বিলাপ
সে কাঁদনে পুন্য না হোক
থাকবে নাতো কলঙ্কিত পাপ।
তোমার মনের গোপন ব্যাথা
না বলা সে দুঃখ কথা
ভাসিয়ে দিও করুন গানের সুরে
চন্দ্র তলে আসবো ফিরে
সুর মেলাবো তোমার সুরে
তখন যদি শিশির ঝড়ে বুঝে নিয়ো
কাঁদছি আমি তোমার তরে।