একটা অচিন পাখি বাধলো বাসা আমারি অন্তরে,
বল সখিরে পুষবো কেমন করে।।


পাখির প্রেমে মাতোয়ারা
হইলাম আমি কুলমান হারা,
মনের বেদন বু্ঝবে কি অপরে।
বল সখিরে পুষবো কেমন করে।


দেখিলাম না তাহার রূপ
দিনে রাইতে থাকে সে চুপ,
ক্ষনে ক্ষনে ধরে ইন্দ্র চোরে।
বল সখিরে পুষবো কেমন করে।


দমে দমে করে আহার
ক্ষুধা তৃষা নাই গো তাহার,
বন্ধি হইয়া রইছে মনো ঘরে।
বল সখিরে পুষবো কেমন করে।


হয় যদি সে বাধন হারা
যাইবে না আর তারে ধরা,
যমেন চিঠি আসবে যেদিন দ্বারে।
বল সখিরে পুষবো কেমন করে।