পাগলিনী রাধা আমি কাঁদি কদম তলে
কালার বাঁশি বাজবে কি, আর গকুলে।।


কুলের মুখে ছাই মাখিয়া হইছি কুলনাসা,
জলের ঘাটে থাকবো বসে ছাড়ি নাই তো আশা,
তাহার নামের জপের মালা পড়েছি যে গলে।


মদনবাণের প্রেমের বিষে হইলাম দিশেহারা,
কালার বাঁশি করলাম চুরি পরলাম কেন ধরা,
পিরিতির নাও ডুবাইলা প্রেম করিবার ছলে।


মধুমাস আইলো তবু রইলা উদাসি,
একটি বার দেখা দাও গো কদম তলে আসি,
নইলে আমি ভাইসা যাবো যমুনার ও জলে।