অসময়ে প্রেম শিখিয়া হইছে যন্ত্রনা
যৌবনও সময়ের কালে বন্ধু আইলানা।


ছিলাম যখন অবধীনি
প্রেম শিখাইছে তখন তিনি,
তনু মনে কিছুই জানলাম না।


তাহারে জানিয়া পতি
করেছি আমি নিজের ক্ষতি,
যৌবন পিরিতির কালে করলা ছলনা।


রোজ নিশিতে আসায় থাকি
তন্দ্রা হারা দুটি আখি,
একটি বারও স্বপ্নে আইলা না।