আতর লোবান গোলাপ পানি দিসনা আমার গায়,
আমার গায়ের বাসনা যেন পায় গো আমার মায়।


কত আগে রাখছি মাথা মায়ের বুকেতে,
এবার অন্তকাল পাশাপাশি থাকবো সুখেতে,
কান্নার ধ্বনি শোনে, যদি গো মোর মায়,
কেয়ামত হইবে বুঝি গোরে রাখা দায়।


আমার গোর দিয়ো তোমরা মায়ের পাশাপাশি,
চল্লিশ কদমের পরে ফেরেস্তারা আসি,
ছওয়াল জওয়াব করিলে করিব হায় হায়,
এমনো নিদারুন কালে ভরসা দিবে মায়।


আমারে রাখিবার কালে শুইনো খেয়াল করে,
মায়েরও কান্দোনের ধ্বনি বাজিবে সেই গোরে,
কান্দোন ছাড়া কিবা তাহার থাকিবে উপায়,
মরিও মায় কাঁদবে বুঝি এই অভাগার দায়।