মায়ে করিয়া জঠর দান,
হাতের মুঠোয় লইছে প্রান
প্রসব বেদন মা ছাড়া কে জানে,
পাগল মনে,
মাতৃ ঋনে বান্ধা যে সন্তানে।।


শিতের রাইতে বুকের ওমে,
সন্তানেরে রাখছে ঘুমে,
নিজে থাকিছে জাগরনে।


মায়ে দুই হাতে আদর করিয়া,
আয়াতুল কুরছি পড়িয়া,
ফুক দিয়া দেয় আমার বক্ষপানে।


সান্তান থাকিলে বৈদেশেতে,
সদাই ভাবে দিনে রাতে,
চোখের পানি ঝড়ে সর্বক্ষনে।


আল্লার রাসূলে কয়,
তিন ভাগ পাইবে মায়,
এক ভাগ পাইবে পিতৃজনে।