তোমায় আমি গান শোনাব ডাকব তোমায় নদের চাঁদ।
শীতের রাতে ওম ছড়াব হোক না গো বরবাদ।
আদরে আদরে আমি মুছবো সকল অপবাদ।


আন্ধার রাইতে আইসো তুমি চাঁন্দের আলোর কি দরকার।
তুমি আমার কালো শশী আলোয় ভাসুক আমার ঘর।
তোমায় আমি গান শুনাব,হাতে রাইখা তোমার হাত।


জবা ফুলের মালা গাঁথি পড়াবো তোমার গলে,
বসাবো তোমারে আমি আমার বুকের অঞ্চলে।
তোসায় আমি গান শুনাব হোক না যতই অপরাধ।


আমার ঘরের দাওয়ায় বসে বাজাও তুমি বাঁশির সুর,
তোমার বাড়ি আমার বাড়ি দুরত্ব বা কত দুর,
তোমায় আমি গান শুনিয়ে মিটাব এই মনের সাধ।