নুরে নুরে প্রেম খেলা হয় জ্বালাইয়া নুরের বাতি,
নিরাকারের সাকার প্রেমিক প্রেমের খেলার নাই যতি।


বস্তু তোমার কিছুই নয় তো পচা খাচা ভাঙ্গারি,
মাটিতে মাটি মিশিবে পুড়িলে হয় অঙ্গারি,
সত্য প্রেমের প্রেমিক মরলে বাড়িবে তাহার জুতি।


পবিত্র নামের রওশনি যার পিন্ড মাঝে রয় জারি,
আদী অনন্ত যিনি, তিনি হবেন কান্ডারি।
তার জুতিতে তৈরি হইলো রঙ্গবে রঙ্গের ঝাড় বাতি,


একের প্রেমে সব তৈয়ারি,(যা) আছে বিশ্ব দুনিয়ায়,
তাহার মাঝে আছেন তিনি নাই তো কোন লয় ক্ষয়।
সেই প্রেমের নুরের বাতি জ্বেলেছেন তার সারথি।


তাহার প্রেমের পরশ পেলে আমার তবে কিসের ভয়,
আউয়া ও আখের তরাবেন আছেন নবী রাব্বানায়।
নুরেতে পাহার জ্বলে প্রেমিকের মন হয় খাঁটি।