পাইলাম না পাইলাম না দয়াল পাইলাম না সোনার কাঠি,
মাটির অঙ্গে কল পড়েছে কেমনে করব খাঁটি।


চিনিনা তোমার বাড়ি আর জানিনা তো ঠিকানা,
আন্দাজেতে দিলাম পাড়ি পাব কিনা জানিনা।
নানা ঘাটে মরলাম ঘুরে উজানে না হয় ভাটি।


তেঘাটায় বসিয়া আছি তোমার পানে চাইয়া,
অধমেরে নাও না গো তুমি ভব নদী তরাইয়া।
মুর্শিদ বিনে কেমনে গড়বো অন্তরায় প্রেমের ঘাটি।


নানা মতে নানা পথে খুজে তোমায় কত জন,
তুমি যারে করছো আপন তাহার পাইতে কতক্ষণ,
দয়াল মুর্শিদ জোট বাধিয়া দিছে যারে সোনার ঘটি।