দিলা তুমি আমায় যারে আমারই দেহের মাঝারে,
তাহার সাথে আমার বিরধ লইলা তুমি এ
কেমন শোধ,
দেখা তাহার পাইলাম না কেমনে তারে চিনি
না জানাইয়া না বলিয়া লইবে উড়ানি।।


আমার দেহ আমার জ্বালা তাহার মাঝে
প্রেমের খেলা বাড়ে দিনে দিনে,
হও যদি গো এহটু সদয় আমারে আমি
জানিতাম কোন জনেতে বসত করে মনে,
পবন ধরে পবন ছাড়ে পবনে দৌড়ানি
পরানে আর সহেনা এমন তর হরানি।।