রাধার মনে ক্ষনে ক্ষনে বাড়ে কৃষ্ণ জ্বালা
তুমি কোথায় গিয়া লুকাইলা মোর বংশী ধারি কালা।।


রাই গোপিনী আমি তোমার প্রেমে পাগল পারা
সেই দোষেরই দোষি আমি হইছি গৃহহারা
বিন্দাবনে আবাস তোমার আমি যে একেলা।
মোর বংশী ধারি কালা।।


পথে পথে ভাসি আমি হইয়া তৃণ লতা
আমারে কান্দাই যাবা এই ছিল কি কথা
পোড়া বাঁশি সঙ্গে নিলা কি গেলা বলিয়া।
মোর বংশী ধারি কালা।।