জৌলুস পূর্ণ অথবা আটপৌরে
ভোরের সুগন্ধি বাতাস দুপুরের তেজ
বিকেলে নিভু নিভু সোনা রোদ
যে ভাবেই দেখতে পাই।
বারান্দায়, উঠানে ফসলের মাঠ রাজপথ শহরে।
যেখানেই দেখি আমার সম্ভ্রম জাগে।
রমণীদের মুখোমুখি দাড়ালে আমার সম্ভ্রম জাগে।
মাথা চোখ অবনত হয়ে আসে প্রনয়, শ্রদ্ধায় স্নেহে।
হেমন্তের কোমল নদী যার চোখ
যে নারী বর্ষার নদী পলি চর জোয়ার ভাটা
কলতান যার।
কাঁচা পাকা ধানের ক্ষেত উন্মুখ যে মেয়ে
কোল ভরা ফসল যার, ধুধ মাঠ
মাস কলাইয়ের ডগা যার শিশির ভেজা।
যে রূপেই দেখতে পাই আমার সম্ভ্রম জাগে।
নারীদের রূপে আমার সম্ভ্রম জাগে।
হৃদয় মন নুইয়ে আসে প্রেম সম্মান আদরে।
পাখির পালক যার মন, পাখি কনে তারা।
পাতায় জমিনে পাখিদের ঘর যার,
নীড় বাঁধে গোপনে যে কনে।
যে ভাবেই দেখতে পাই।
বিকেলে, ঘরোয়া গল্পের মহলে জরি পাড় শাড়ি নাকের নোলক স্বর্ণ দুলে।
যে ভাবেই দেখি তাদের শুভ্র পবিত্র লাগে।
রমণীর পবিত্র সৌন্দর্য দেখলে আমার সম্ভ্রম জাগে।