চিতল মাছের রাত নায়ের খোলে
ধনচের বন থেকে তুলে আনো ফালি চাঁদ
আলো চাল মখমল তোমার থালে।
ঝোলের হলুদ সর মেখে নাও ঠোটে
আলু-ভাত হাতে, মাছের লোভ ভাজো
কইয়ের তেল নাই চিতলে পেটে।
তোলা উনুনের তলে কাদা জল
উনুনের চোখ মাছের চোখর মত
মরে আসে পাটাতন সংসারে
তোমার  জল তুমি সেচো পাটাতন তলে।


তোমার আস্তিনে আতরের দাগ
তামাক পাতায় আশের গন্ধ মেখে
দাড় টানো ঠোঁট বুজে
দাড়ের প্রলাপে ইমন রাগ।
ঝাড়-বাতি ঢেউ ওঠে ফেরার পথে
ফিরে এসো তীরে
কাঁচা বউ জল সেচে পাটাতন সংসারে।
ছইয়ের উপর জ্বলে রাই সরিষা
হলুদ বাটনা বাটে খোয়াব শিলে
মাছের সালুন রাধে সে, কাঁচা বউ
কলা পাতা শাড়ির আচলে।