একদিন ডেকে ছিলাম আপনারে
তখন বৃষ্টির মাস
আপনার পিছু ছুটে ছিলাম আমার চোখে তরাস
প্রথম সে ছোটা, প্রথম সে ডাকা
শেষ বার পিছু আসা শেষ বার কন্ঠ হাকা
আপনার গায়ে গেঞ্জি আমার খালি গা
আমার পাশে আসাদ,আমার পাশে বন্ধু
আমাদের কাদামাখা পা।
আমরা পাশাপাশি ছুটি আমরা হাঁপাতে থাকি
আমারা দুই বন্ধু বৃষ্টি ভেজা পাখি।
ও বলেছিল ডাক, আমি চুপ হয়ে থাকি
আমার ডাকতে লজ্জা করে
আপনাকে ডেকেছিলাম যদি ফিরে আসেন
আপনি ফিরে তাকালেন।
আপনার মাথায় ছাতা ছিল কি?
ভুলে গেছি,আমার মাথায় বৃষ্টি
আমরা বৃষ্টিতে ভিজি,আপনি ফেরেননি
আমি কাঁদিনি বৃষ্টি মাথার উপরে
সত্যি সে দিন আমি কাঁদিনি
কান্ন কান্ন বৃষ্টি গুলি খুব নিরবে ঝরে।
আপনার ছেড়া পাঞ্জাবী পড়ে আছে আমার নানার ঘরে
আমার লজ্জা লজ্জা করে আমার চোয়াল
আটকানো লাগে আমার চোয়াল ব্যথা করে।
আপনি চলে যান দ্বিতীয় বার শেষ বারে
আপনাকে দুই বার আমি দেখি
আপনাকে আবছা মনে রাখি।
আপনার দাগ আমার কোথায় আছে?
আপনার মতই নাকি দেখতে আমায় লাগে
আপনার নাম আমার সকল কাজে
আপনার নাম আমার মনে থাকে।
আপনাকে আমি এক বার ডেকে ছিলাম
আপনাকে আমি শেষবার দেখে ছিলাম
আমি তখন ক্লাস পাঁচে
আমার সাইকেলের সখ আছে
আমার বন্ধুরা তা জানে আমার বন্ধুরা মনে রাখে
এক বারই চেয়েছি কিছু, মা ছাড়া আর কারো কাছে।
এক বারই কোন চাওয়া
সাইকেল আমি চালাতে জানিনা
আজো হয়নি সাইকেলে যাওয়া।
আপনার বাড়ি এক বার আমি গেছি
হাফ প্যান্ট পরে আমার আবছা মনে পরে।
আপনার বাড়ি আমি ভালই চিনি
তার পর আর যাওয়া হয়নি।
আপনার প্রতি আমার দাবি নাই
আপনি থাকুন বৃষ্টি ভেজা দিনে
আমি আপনি জড়ানি সম্পর্কের ঋণে
আপনি থাকুন ছোট্ট শিশুর মনে
আপনি থাকুন বিশ বছর আগে
যেমন ছিলেন কাঁচা নয়নে।
আপনাকে আমার ডাকতে বাঁধা লাগে
ডাকতে আমার আজও লজ্জা লাগে।