কাকের কবর যে মাঠে
সেই মাঠে খড়ের ধোঁয়ায় চাঁদ ওঠে
পুজোয় কেনা গ্যাস বেলুনে খরখরে শব্দ  
কলাইয়ের বুক চেরা পথে।
সকাল থেকে বিকেল নামে কালি সন্ধ্যায়
সে পথে কখনো দুপুর দেখিনি
শীতের দিন গুলিতে দুপুর থাকতে নেই
থাকা বা না থাকা একই।
মাতামহের স্যান্ডেলের চটচটে শব্দ,
মর্নিং স্কুলের সাদা সার্ট কালো প্যান্ট সোয়েটার
বাঁকা আঙ্গুল হাতের মুঠোয় বয়েসি চাদর তার
পাশাপাশি চলে দুই পথিক
পৃথিবীর দুই পথ নিঃশব্দে হাটে---
এখনো হাটে।