হামাগুড়ি দিয়ে নামে বটের ঝুরি
পিতার হাত যেন তুলে নেবে তার শিশু,
অজ ধানের চারা বেওয়ারিশ
বটের হাত কে তার পিতা ভাবে।
হালকা পলকা ধান কার চোখের কোন
থেকে যেন ঝরে ছিল পৌষের রাতে,
পুষ্ট বীজের বোন সে
হারিয়ে গেছে উড়ানির মেলায়
বট জলসার সিরনি বাটোয়ারার হল্লায়।
শ্মশানের ইন্ধনে মা কুটাটি সহমরণের
সিরনি রাধে
পালক পিতা প্রভুর নামে কিঞ্চিত বাড়ে
এতিম শিশুর মোক্তারনামা ঝুলন্ত ঝুরির কাধে।