পঞ্চমীর চাঁদ নেমে এলে পঞ্জিকার পাতায়
প্রসব বেদনা ওঠে মৌচাকে
মধুর প্রস্রবণ ঢালিবে তার শিশুর ঠোঁটে
পক্ক বেদনা ওঠে মৌচাকে
পাকিলে রেখোনা তাকে, বুকের চাকে
ঋদ্ধ বেদনা হানে মৌচাকে।


বেদনার খবর পেয়েছে টের ভিষণ যুবক
খড়ি-মাটি ডলা দা- খানি শানিবে
জ্যোৎস্নার মতো,কৃষ্ণপক্ষ শেষ।
মশালে উড়ায়ে কপট ধোঁয়ার মেঘ
ঠোঁটের আগুনে জ্বলে  টুকরো আবেশ।
আলগোছে দা-খানি টেনে নেয় বেদনার বুক
কপট ধোঁয়ার অসুখ, চায়নি লাগুক মক্ষিকার পাখায়, তৃপ্ত যুবক।
ফোঁটা ফোঁটা ঝরে তৃপ্তার জ্বালা
গলে পড়ে চাঁদ, বাঁ-হাতে ধরা পঞ্চমী থালা।