বেহুলা, ঘুমাচ্ছন্ন মেঘ তোমার বুকে
এঁকে-বেঁকে যায় সুতানড়ি সাপ
তোমার ফেনিল চুল ছড়ানো জড়ানো প্রহেলিকায়।
বুড়ো লহ্মিন্দর ঘুমায় আমার বিছানায়
আমায় রেখেছ করে জিম্মাদার,
আমার মুখ যেন তার, কপালে বিষ ঘাম
তোমার চুল ধোয়া জলে মুছে নাও আমার কপাল
ঘুমাও লহ্মিন্দর আমিও ঘুমাই শুরু হোক
আমাদের ঘুম-কাল।


আলবাট্রস,ফিরে এসো মন্থন ঘাটে নিপুন ভেলার রশি হাতে
সকল অভিসাপ বিষ গলায় ঝুলিয়ে ফুরায় সময়,
হায় আলবাট্রস উড়ে যাও অভিসাপ ভুলে
খুলে দাও নাবিকের লৌহ-দুয়ার ক্ষমার ওপারে।
মেঘের প্রসূন ধারা গলে পড়ুক  সিল-গালা হাত-কড়ায়
তোমার অভ্যাগত উপহার ভুলে যাও
জাহাজের মাস্তুলে নামুক পাখি, চিরন্তন পাখায়।


ইরাবতী,মায়ের কোল হতে নেমে এলে বনবাসে
আচলে ঢাকা স্বেত পদ্ম রেখে যাও ঘাসের পাশে।
বুকের মাঝে হরেক রকম ক্ষরন হলে তোমাতে নামি
তোমার জমিতে সাতার কাটি তোমার শরীর জপি
মাটি লেপা ঘরে তোমার বোন উথলায়ে মরে।
আচলে উড়ে সাতাশ বর্ণ মেঘ টেনে নাও তারে
তোমার গহবরে কবর খুড়ে খুঁজি মন্দাকিনী
আহা ইরাবতী আমার বুকেতে বহে তোমার জননী।