স্বাস্থ্যকর স্নান শেষে তোমার কাঁচুলি
উড়িয়ে দাও আগুন রোদে।
নিতান্ত ইচ্ছুক বটবেশি দরবেশ হলে
রোদ ভাজো তিল ঘাম কপালে।
এহেন দিবানিদ্রায় কাতর তোমার পোষা
বরান্দায় সিদেল বন-ছায়া সিঁদ কাটে,
পশ্চিম কারাময় জানালার ডাঁটে।
আঁচরানো শেষ ফোঁটা আভা,
গোলপাতার সামিয়ানা ভেদ করে ঘুমায়
পাল তোলা চাদরে।
তথাগত পাশবালিশ শুষে নেয় নুন
জিহবার মত পাপ অথবা প্রেম তার নেই।
তোমার বিছানায় আকাশ ঘুমায়
আমার যাবার মত পাখি নেই বনে।
স্তুপ শোকে তারাময় পাতা মাটির বল্কল
শরীরে মাখে,পাতা নেই পাখি নেই বনে।
আমার ভেলাটি পিছন দুয়ারে বাদাম তোলে,
দাড় কাক পাখি ফেরেনি কাঠ বাদাম বন্দরে।
বাদাম পাতা হলুদ থেকে লালা হলে
পালে তুলে উড়ে যায় তোমার অন্দরে।
মিষ্টি পানের মত রোদ বেয়ে বেয়ে নেমে
আসে ঠোঁটে
বাতাবি লেবুর আঘ্রান পেলে নোঙ্গর ফেলি
তোমার পিছ দুয়ারে।