১.
বয়সি চশমার নড়বড়ে ডাঁট
আস্তিন গুটানো কোচকানো সার্ট।
ছেড়া জুতো ক্ষয়ে যাওয়া সুকতলি
কদমে কদমে ছড়ায় চিন্তার ধুলোবালি।  


২.
এ দুপুর ধুলোর রোদ
এ বিকেল মরা-নদীর স্রোত।
এ রাত স্তব্ধ চরাচর
অনাগত সকাল অনিশ্চিত বিভাকর।


৩.
হাত খুব ছোট দিয়ে গেছে নাড়া
দুই পাতার ভিড়ে জীবন দিশেহারা।
আরেকটু বাড়ুক নাজুক সময় চারা
জীর্ণ বল্কল পথের পাহারা।