আরসির মুখোমুখি আরসি দাড়ালে তাদের
ছায়া ছায়াপথ ছাড়িয়ে যায়।
মায়ার পিঠে মায়া নিমজ্জিত হতে হতে
ভেসে যায় অসহনীয়তায়।
আমার আদল শিশু তোমার কাঁখে,
বিদুষী, মাতৃ ঝালর বোনো.....
আমার সৌকর্য প্রেম তোমার আখরোট
ভাঙার বাহানায় দাঁতে-দাঁত পিষে রাখে।
ভেজা বিনুনি ছাদে ঢেলে দিলে রাতে
চাঁদ বিলম্ব মাসুল নিবে বেরসিক হাতে।
তোমার নজর বৃদ্ধি করোনা ক্যাটস্ আই
তোমার রাশিতে যায় না বেমক্কা বাহানা
আরসির সাথে করোনা মিতালি বেশভূষা।
তোমার দর্পনে তুমি মাথা কুটে বাঁচো,
হাঁফিয়ে গেলে জানুতে হাত রেখে জিরিয়ো
নিম কাঠ চিরুনি ঘুমায় ফোঁপানো খোপায়
নিশ্চয়ই নিঃসঙ্গ বিনুনি রেখে এসেছো ছাদে,
বিদুষী শিশুর মাতা, মাতৃ ঝালর উড়াও।