তোমার রাত্রি এসে নিভিয়ে দেয়
আমার প্রতিটি বাতি, তুমুল সন্তাপে।
আমার আগর দানের চালগুলি
বেছে রেখো সুগন্ধি  ছাই হতে।
আগর কাঠি সকাল সন্ধ্যায়
নিজেরে পোড়ায়,গোলাপ-পানি
বেয়ে বেয়ে আমার কবরে গড়ায়।
আঙুলে তোমার সহস্র পোড়া দাগ
আমার পানিতে আঙুল ঝাঁপো
বাতি নিভিয়ে চুপিসারে শুশ্রূষা সারো।
ঝিনুক ঘুম তোমার চেখের পাতায়
রাত্রি তোমার ভোরে দিকে পালায়।
আমার দরকারি বাতিগুলি তোমার
আঙুলে গুনে রাখি,আঙুল ভেসে যায়।
তোমার রাতগুলি নিভিয়ে দিলে
হায়,আমার বাতি গুলি ফুরায়।