দরজায় লাগানো সোনালি কড়া
করাঘাত করে চলে গেছে যে
রেখে এসো তারে সোনালি কড়ার দ্বারে।


উঠানে রুপালি জ্যোস্নার রশি
দোলনায় দোলে পাশাপাশি
সামিয়ানা টানানো রেশমি সুতায়
রূপালি রশির গিঁট জোনাকির গায়।


আলবোলায় ধুমায়িত মেঘ
উড়ে যায় দক্ষিন দ্বারে
সেইখানে রেখে এসো তারে
ধুলার বয়াম খুলে ছাই চাপা শয়নে।


মশারির ফাঁসে ফাঁসে দীর্ঘশ্বাস
মহানিম লাগিয়েছো সিথানে
নিঃশ্বাস প্রশ্বাস কোলে বারোয়ারি বাতাস
নিমের ঔষধি ছায়ায় ঘুমায় পাশ-বালিস
নিম জল শুষে নেয় সব টুকো বিষ।