মধ্যাহ্নভোজন
----------------------
আহা জল দিওনা উনুন জ্বালে
আমার কিছু তিক্ত রাঁধার আছে।
আমার বাগান তিত বেগুনে ভরা
আমার সংসার উচ্ছে মাচার নিচে
এক ঘটি জল দিতে পারো উচ্ছে লতায়?
পাহাড়ি নিমের হাড়িয়া চোলাই ঢালো
যৎসামান্য খেয়ে পড়ে বাঁচি।
এক বাটি ঝোল চাখি তিক্ত করতলে
সংসার থালা এঁটো,নিম জলেতে আঁচি।


বিনির্মাণ
--------------


পাথুরে দেয়াল ভেঙে মানুষের চাষ করো ভাই
পাথর পোরানো ছাই উড়িয়ে দাও মিছিলের হাওয়ায়।
নোঙ্গর খুলে দাও সামান্য পিছু টান ভুলে
চোখের জল মুছো ধুলো মাখা আঙুলে।


কোলাহল ধোয়া জল গড়ায়েছে কত কাল
পাথর পর্বত বুক চিরে।
বিজের অঙ্কুর ঢালো পাথর পাষান উপলে,
মহীরুহ পতাকা উড়ে পর্বত শিরে।