১.
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে।
তুমি আশা দিয়া না রাখলা মনে।
সাধের পিরিতি আশা দিয়া না রাখলা মনে।।


পিছন হইতে ডাইকা আইনা সামনে মুখ লুকাও।
আসল কথা মুখে কওনা চোরা চেখো চাও।
দয়াল চাঁনে আর কত কাল থাকবা গোপনে।


হাটু জলে নাইবার স্বাদ আমার না মেটে।
ডুব জলেতে থাইকা তুমি আমায় রাখো ঘাটে।
দিন থাকিতে ওপারে নাও, ফিরবো দিনে দিনে।


২.
দয়াল তোমার ভাব পিরিতি,
খুজি তোমার রূপ প্রকৃতি
তুমি দিনের সুরুজ চাঁন্দের বাতি
তোমার তরে এই মিনতি
ভাব তরঙ্গের মশাল জ্বালাও মনে,
প্রেমের খেলা খেলছ আমার সনে।।


কোথায় তুমি মন মহাজন
কেমনে করি সাধন ভজন
প্রেম পেয়ালায় মজাইছি মন
তোমার বিনে মন উচাটন
প্রেমের বান মারছো আমার প্রানে
প্রেমের খেলা খেলছ আমার সনে।।


আমি চোখ থাকিতে আন্ধা কানা
ডাক দিয়াও করিলা মানা
সরূপ তোমার রয় অজানা
তোমার প্রেমে হই দেওয়ানা
রূপ খুঁজিয়া কান্দি বনে বনে
প্রেমের খেলা খেলছ আমার সনে।।


৩.
বন্ধু তুমি নিরব হইলা
আমার নিদান কালে
বন্ধু রইলা নিঠুর নিরলে।।


প্রেম প্রতিজ্ঞা করে ছিলে
প্রথম প্রনয় কালে গো
সারা নিশি স্বপ্নে রইলা
পালাইলা সকালে গো।।


বকুল ফুলে গাঁইথা মালা
বাঁধবো সেই নিঠুর কালা
আমার আঁধার ঘরে
প্রেমের বাতি সারা নিশি জ্বলে।।


আশায়া আশায় আছি বসি
ফুরাবে কি আজও নিশি
বন্ধুর আশা বাড়ে ক্ষনে ক্ষনে
আমায় বিনে রাখলো কারে মনে।।