অন্ধের তস্বীহ্ দানার যুতি
নিয়ে বেঁচে আছে যারা অথবা
রূহ্ নিয়ে মরে গেছে কত কাল আগে
এই বার ছুটি দাও তারে।
মুখের উপর কারো কালো ছায়া
গোপন মিথ্যের পাজরে রাত জ্বর
সকালের বৃষ্টিতে ধুয়ে যাক।
মিনারে পিছলে পরা রোদ
একান্ত আপনার এক ফোটা জল
গলে গলে পড়ুক পবিত্র দেয়ালে।
বহুকাল অনাবাদী পড়ে আছে
কাগজে আঁকা ভূমির নক্সা
উড়ে গেছে বালু ঝড়ে ভুমি-পুত্র
তুলসী তলায় ফোঁপানো কান্না
শামুক ফসিল বল্লম বিদীর্ণ শোক লুকায়
একাহারী আলোচাল শুভ্র পোষাক।