গেলাসের শেষ ফোঁটা মদিরা পান শেষে
প্রজাপতি চলে গেছে গোলাপি ঠোঁট হয়ে,
মেঘের রূপালী বোতাম ঘাসের বুকে বুনে
দেয় মৃত্তিকা অন্তর্বাস।
বউপনা কেউ খুলে দেখে স্বামীর ছাই চাপা
পিরানের জলজ বোতাম,
আস্তিনে লেগে আছে কত সুতানড়ি সাপ।


মাস্তুলে ছাতা মেলে বসে ছিল রেশমি বনিক,
সুতার জট খুলে রেখে গেছে তামাকের ছাই,
ছাতা নিভে গেলে কারো করোতলে
পুষে রাখে নিভু নিভু পোড়া দিয়াশলাই।


নাবিকের জেবে পৌরাণিক কড়ি
বিবশ হতে ছুড়ে ছিল জাহ্নবী পদমূলে।
লালপেড়ে জমিনে হৃত কৌমার্য দাগ,
মৌন ঘোড়ার নাল খুলে গেছে মগন ঘোরে
মাতাল মহুয়া চাতাল পড়ে আছে জাহ্নবী
জলে।