গড়িয়ে গেলে রূপার আনি মুখ
নামের পাশে ঝরে হলুদ পাতা
সালতামামিতে শূণ্য হালখাতা
মুখ ঢেকে দেয় বিমূর্ত চিবুক


বৃত্ত শেষে ফুরায় জন্ম তিথি
শয্যা পাশে আততায়ি কালসাপ  
বোধের রন্ধ্রে কলাই করা পাপ
যায় বা খুলে ডাকলে টেলিপ্যাথি


রাখলে যারে অনল অন্ধকারে
মগন ঘোরে কাটবে যদি কাল
নিজ দেহেতে নিজেই হলাহল
কেইবা নাড়ায় কড়া রুদ্ধদ্বারে!