হলুদ রোদের সোলালু বোন ---থরে থরে
মৃত্তিকার উপরে--- যেন কারো সমাধির
মহান অনুভবে বিস্তৃত বিভব ব্যথায়........
কোন বিভূতি শোকে গেয়ে গেছে গান
আচ্ছন্ন দোয়েল,
তৃণের শীষ-দান তুলে নিরবে নিরবে
উড়ে যায় প্রেমিকের ঠোঁটে আর
আশার রেণু উড়ে অন্য বীথিকা তলে;
পাখিও কি দিক থাকে?
মানুষের হাতেও দ্বিতল সম্ভার
মানুষ দেখেনা প্রিয় ফুলের হৃদয়
বাতাসে ছড়ায় তার শুভ্র তরুণ প্রেম;
শিশুর মৃদুল মুঠো হতে ছেড়ে যায়
বিশ্বস্ত  আঙুল--পিতার পৃথিবীতে
যাযাবর  বিস্মৃত বীজ
মূর্ত জ্ঞানে নামে তীমির পাথর পথে;
তোমারা এভাবেই মরমী জলে ভেসে--
ম্রিয়মাণ তরুণীর মত ----
পৃথিবীর যাবতীয় ক্ষমা তুলে দিবে বিক্ষেপে।