তুমি ভেসে গেলে হে সুন্দর, মৃত যুবকের লাশের মত।
ইস্পাতের ফনার ঝিলিক বুকে গেথে,ভেসে গেলে কালো জলে।
বন্দরে বাঁধা আছে জিয়ল মাছের মত পোষা জাহাজ।
তাদের লেজের ঘাইয়ে আরো দূরে ভেসে গেলে তুমি।
জাহাজের সাইরেনে বাজে শোকের মাতম--


হায় হোসেন! হায় আলবাট্রস! হায় মারিয়াম!


যেন জুতাটি ভেসে গেলে জলে।
সাতার না জানা শিশুটির।
তুমি উদ্বিগ্ন হাতটি নিয়ে নিজেকে ছুড়ে দিলে জলে।
তোমার পাশে ভেসে যাওয়া জুতাটি-ই শুধু জানে,
তুমি-ই অকালে ভেসে যাওয়া শিশুটি।
হে আনন্দ! মাতৃ-শোকের আদিম পাথর হয়ে ডুবে গেলে জলে।


আহা নূহের কিস্তি! আহা প্রমিথিউস! আহা নীলকন্ঠ!


পৃথিবীর রুগ্ন ক্লান্ত পথে হেঁটে গেলে তুমি
হে মরমিয়া!যাবতীয় ক্ষমা পথে ছড়াতে ছড়াতে।
জিরোতে চেয়েও পাওনি এতটুকু ফুরসত।
কয়লা ও কালিতে মুছে যায় মুখের জবান।
একটি সহজ সকাল নিয়ে গেলে সাথে।


হে ডায়োজিনিস! হে ফুকোওকা! হে ম্যাক কেন্ডলেস!