অশ্বের তীব্র হ্রেসা শুনিনি কাছেপিঠে
দেখুনি রাজার দুলাল মোহন রাজবেশ।


তাই আজো চলে যাই বৈরাম দিঘিটার কাছে
সুন্দর গাছ যারা ঝুকে আছে জলে
বিথান ছায়া মেলে দিয়ে ----
বিভ্রমে দেখি কোন কন্যার জলকেলি
আমারে ফিরায়ে নেয় মোঘল জামানায়
ইতিহাসে খুঁজি না ম্যোরালিটি
এমন কি সে আসে না ফিরে একি মহিমায়


তবু চলে যাই দিঘিটার জলে
মাছেরা কানকোয় টানে জল
লেজের ঘাইয়ে জলের ছলাৎ ----
বিভ্রমে দেখি যেন চতুরা মারমেইড
আমিও তাতে ডুব দেই বালক বেলায়
সব মিথে আছে কিছু শিশুতোষ খেলা
মোটাদাগে লেখা থাকে সে চাতুর্যের চাল


নিজেকে বড় ক্ষয়িষ্ণু মনে হয় দিঘিটার মত
তাই চলে যাই ইতিহাস ও মিথের কাছে ---