সোনালী মাছের ঘুম থেকে ঝড়ে পড়া
রোদ জলে আঁকে মৎস কথন।
বন্দর ছেড়ে গেছে শেষ জাহাজ
সোনালী জল থেকে কালা পানি দেশে।
কালো রুমাল উড়িয়ে বিদায় জানায়
এক ঝাক কাক।
নদীর ওপারে ঘর নদী তার বেহুলা বাসর
রেখে গেছে একাকি শব্দের মত তারে
যাযাবর নাবিকের বোতল ভাসান চিঠি
থেমে আছে বন্দরে।
আলোর অনুভব নিয়ে ঘুমিয়ে আছে লন্ঠন
মাস্তুলে বহু পঠিত চিঠি --নিশান উড়িয়ে
বাতাসে বাসি শব্দ ছড়ায়
ছুড়ে দিয়েছে উন্মাদিনী রাতের সাইরেন
বন্দর ছাড়ার টিকেটে মাংসের সিলমোহর।