ধ্যানের ছবক নিয়ে দাড়িয়ে ঠায়
বকের পরানে কারে মিনের ঘাই
চোরা দুধে বান ফাটে দুধেল গাই
নয়া সাবক বাঁধে পাশান গোয়ালায়


তখন সন্ধ্যা নামে হলুদ ব্যথায়
রোগের প্রকাশ বাড়ে,দেহে আত্মায়
সে এমন -- যত নিখুঁত হওয়া যায়
কেউ কি জানে এ ব্যধি নিরাময়


তুমি কি এমন তরে নিবে আমারে
পিপাসার জলটুকু দিবে --না দিবে
তুবু তোমারে না চিনে যাই কিভাবে
নিরবে কি নাড়ো কড়া এই দুয়ারে


ঘুমের ঘোরে যদি মরে টরে যাই
আমিও পাবোনা তাকে মৃত্যু আমায়!