পায়ের শব্দে উড়ে যায়
মুখরিত পায়রার দল
অনাবিল শব্দের দোষে----
দেয়ালে রৌদ্রের দ্রোহে
পুড়ে যায় কোমল গালিচা
চিকের পর্দা তুলে
উঁকি দেয় বালিকা মাতা;
খরাতাপে ফাগুন আকাশ নির্লিপ্তি
সদর দরজা খুলে
উড়ে যায় আমুদে পাখি;
চিকের পর্দায় বেআব্রু চোখ,
অন্ধ ফকিরের গান থেকে
উড়ে আসে ধাতুর টংকার,
ঝিঁঝিঁ পোকার ফাঁদে চাণক্য বালক
আধুলির মত গড়ায়ে গড়ায়ে
গলির ওপারে ফকিরের গান শোনে।