ভেবে নাও--একটি পথের নাম
নিয়ে যাও সাথে নিজেকেও
পায়ের পাতা বিছিয়ে পথে
হেটে গেলে নলের শেষ প্রান্তে
যেন জমে আছে আলোর বরফ
এক তৈরি পোষাকের দেশে।
নতুর জামার ভিতর পুরোনো অভ্যাস
খুলো ফেলো পোষাকের ছল
নিজেকেই পরো একান্ত পোষাকে
যেন কথা এক অপ্রচলিত মুদ্রা
ফেটিতে বাধা চোখের কর্নিয়া
শূন্য জমেজমে মিলায় শতকিয়া
চিনে নাও নিজেকে অন্ধ মরমিয়া।