ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি আজো আছে দাড়িয়ে,
হাজার হাজার স্মৃতি আর ইতিহাস হয়ে।
স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
যার জন্য এসেছে স্বাধীনতা গেয়েছে বাঙালি বিজয়ের গান।
সেই মহান নেতার দুচোখ ভরা স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার,
সকল ষড়যন্ত্র বাঁধা উপেক্ষা করে লড়ে গেছেন বারবার।
কিন্তু পচাত্তরের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে,
ঝঝরা হয়ে যায় বাংলাদেশের বুক ভেসে যায় মাটি লাল রক্তে।
স্বপরিবারে কামাল,জামাল আর অবুঝ শিশু শেখ রাসেল,
কাউকেই দেয়নি রেহাই সবাইকে করেছে ঘায়েল।
এই সেই আগস্ট শোকের মাস বাংলা হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান,
যতোদিন রবে এই দেশ ততোদিন রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।