চেয়েছি ছুঁতে টুকরো একটি কাঠ
হাতেতে পেলাম কারুকার্যের ঘোড়া!
ভেবেছি একটি পংক্তি লেখা হোক
আকাশে তাই বৃষ্টির মেঘমালা!


মনে ছিল সাধ “একাকী একটি ঘর”-
চরাচরে আজ মহাশূন্যের খেলা!