যদিবা রক্তাক্ত হয়;হোক!
বুকের আঙ্গুল ছোঁবে গোলাপের ঘ্রাণ!


উর্বরা প্রেমের সারে বেড়ে ওঠ শুধু!
হালাকু পোকার দাঁত আমি ভেঙ্গে দেব
পিঁপড়ের উপনিবেশে ঢেলে দেব পানি!


নিয়ম-নীতির বোধ তুচ্ছ করে সব
চাঁদের জ্যোৎস্না ভেজা ধুলোর চাদরে
আমি ঘুমোবই!


যদিবা রক্তাক্ত হয়; হোক!
বুকের আঙ্গুল ছোঁবে গোলাপের ঘ্রাণ!