ভীষণ ঠাণ্ডা পড়েছে দেখেছ?
চারপাশ হিম হয়ে আছে-
যেন স্তব্ধ কবরের ঘর!


রাতের শরীরে শব্দহীন
গীটারের সুর
কবিতার কোমল অক্ষরের মতোন
ঝরে পড়ে!


নতুন পাতার ভিতর
শুকনো ডালের শুকনো গোলাপ
-কষ্টের করুণ শরীর!


ভীষণ ঠাণ্ডা  পড়েছে দেখেছ?
হৃৎপিন্ড যেন বরফের পাথর!


চলো রৌদ্রময় পথের শহরে
সারাদিন আজ শুধু হাঁটি।
তোমার ঠাণ্ডা ,কোমল,ফরসা কপালে
সূর্যের ঠোঁট দিক ভাঁজ করা চুমু!