যখন জ্বেলেছি আগুন
পাথরে পাথর ঠুকে;
বিস্ময়ের মিটার ছুঁয়েছে আকাশ -
পুরনো হাড়ের মতো নিরেট পাথরে
কে দিয়েছে আগুনের প্রতিভা!


বিস্মিত হতে হতে কেটে গেছে সহস্র বছর!


এখন দেশলাই ঘষলে ফস করে জ্বলে ওঠে আগুন!
কার্যকরণের জানি এই হল ছক
তবু বিস্ময়ের মিটার ছুঁয়ে যায় আবার আকাশ! -
কয়লার মতো কালো বারুদে কে দিয়েছে আগুনের প্রতিভা!


বিস্মিত হতে হতে কেটে যাবে সহস্র বছর!