প্রিয়তমা, যদি বিশ্বাস নাও করো,
তুমি সত্যিই সুন্দর,
তুমি আশ্চর্য পরী কিংবা গ্রীক দেবীদের
মতো অপরূপ।


এমনকি তুমিও জাননা তুমি কতো সুন্দর।
আয়নায় নিজেকে কতোদিন দেখনি বলতো?


আমি সম্পুর্ন চাঁদের দিকে তাকিয়ে বলি তোমার
মতো সুন্দর!
আমি ফাগুনের রোদেলা সকাল দেখে বলি
তোমার মতো সুন্দর!
আমি সাত রঙা রঙধনুর দিকে তাকিয়ে বলি
তোমার মতো সুন্দর।
তোমাকে দেখে কি বলব?
বলো?
তোমাকে দেখে
পৃথিবীর সব উপমা ব্যার্থ হয়ে ফিরে যায়!


জানো,
আমার পা কাঁপতো,
আমি বোবা হয়ে যেতাম
যখন তোমার সুরের মতো স্বর ক্লাসরুমে
রিমঝিম বৃষ্টির মতো ছড়িয়ে যেতো ...


আমি চাইতাম তোমার একটু কাছাকাছি হতে
আমি চাইতাম তুমি অকারণ আরো একটু হাসো
আমি চাইতাম একটু ছুঁয়ে দিতে টলটলে নদীর মত
ওই ডাগর দুটো চোখ
আমি চাইতাম....


আর কোন মুখ তোমার মুখের মতো নয়।
আর কোন চোখ তোমার চোখের মতো
নয়।
আর কোন নারী তোমার মতো নয়।


প্রত্যেকের নিজস্ব বনলতা আছে...
তুমি আমার বনলতা!
  
★★★


(পুরনো ফাইল ঘাটতে গিয়ে অনেক আগে
লেখা এই লেখাটা পেলাম। কোন এডিট করি নাই,
হুবহু যা ছিল তাই।)