স্মৃতির মেঘের নির্জন বারান্দা থেকে
ভালবেসে আকাশের ওপারে আকাশ নিজেকে করেছি আমি
সীমিত ফাগুন।


শিশুর চোখের বিস্ময় নিয়ে দেখেছি
কতো অজস্র তারার ছাই
মিশে আছে সময়ের জলে।


কখনো ভাবিনা তবু
এতো অচানক নেমে আসে রুপালি বিকেল!


বিষণ্ণ সন্ধ্যার বাতাসে ভেসে বেড়ায়
আগুয়ান-অসীমের ঘ্রাণ!