অহেতুক পাখা ঝাপটানো!
কোথাও আর কোন শান্তির নীড় নেই!
কোথাও আর কোন লাল ঠোঁট অপেক্ষা করছেনা!


সময়ের জানালায়
অশ্রুভেজা দুটো চোখ রেখে
আমিও দেখেছি কতো!
- নদীর স্বপ্নের মতো-
ললিত আকাশ!


শুধু বুকের পালকে
বরোফের মতো শক্ত হয়ে  জমাট বেঁধেছে
কিছু জলজ মেঘের স্মৃতি!


অহেতুক পাখা ঝাপটানো!
কোথাও আর কোন শান্তির নীড় নেই!
কোথাও আর কোন লাল ঠোঁট অপেক্ষা করছেনা!


সুনীল পাখিটা শুয়ে আছে
মৃত্যুর ঠান্ডা কফিনে!
গাঢ় নীল করুণ অক্ষরে লেখা
আমলনামার পাতাগুলো যেন নীলের উৎসব!