আ-কথার খনি
মোঃ হাদিসুর রহমান


দোকানেতে বসে বসে
কতো কথা শুনি
ভালো কথা নাই কিছু
আ-কথার খনি।


কাজ নাই অকেজোরা
আড্ডায় বসে।
ভালো কথার সার নেই
সারা দিন শেষে।


দোকানেতে ফাও চা
খাই খুজে খুজে।
ভাব সাব যেনো তার
সেই বেশি বুঝে।


গল্পেতে তার জুড়ি
নাহি কেহ আর।
কথার আগে উপমা
রেডি থাকে তার।


এ দুসি ও দুসি
দুশি জনে জনে
নিজে নিজে নির্দুসি
ভাবে মনে মনে।


কথায় কথা বাড়ে
তরু লতার মতো।
সারাদিন হয় কেবল
আ-কথা যতো।