আয়রে ভোলা   খেয়াল খোলা
ঘুম পাড়ানীর দেশে।
নাইকো যেথা      দুঃখ ব্যাথা
থাকবি রাজার ভ্যাসে।


দেখবি স্বপন      ইচ্ছে মতন
কেউ দিবেনা বাধা
ডাকবিরে নাক  ঢাক ঢুমা ঢাক
মনটা হবে সাদা।


চলবি সদা   মাড়বি বাধা
হিম্মত নিয়ে বুকে।
মন পরিষ্কার   নয় তিরষ্কার
ঘুমিয়ে যাবি সুখে।


একলা রুমে   থাকবি ঘুমে
ডাকবি জোরে নাক।
যে যাই বলুক   ঘুমটা চলুক
কাজটা পড়ে থাক।