আলোর বান
মোঃ হাদিসুররহমান


ঐযে দেখি পূব গগনে
আসলো আলোর বান
পাখিরা সব উঠলো গেয়ে
ঘুম ভাঙ্গানি গান।


মিনার হতে আসছে ভেসে
মুয়াজ্জিনের সূর
ঊষার আলো উঠবে ভেসে
নয়তো বেশি দুর।


ঘরের কোনে ডাকছে মোরগ
ঘুম থেকে ভাই উঠো
গানের সুরে বলছে পাখি
মসজিদ পানে ছুটো।


অলস যারা ঘুমায় তারা
প্রভাতের ঐ কালে।
তোমরা কেন যাচ্ছ চলে
আলসে লোকের দলে।


মিষ্টি সুরে গায়ছে যে গান
দোয়েল গাছের ডালে।
মহান প্রভুর নাম যপিছে
তাহার সুরের তালে।


সুরে সুরে পাখিরা গায়
মহান প্রভুর গান।
নামাজ ছেড়ে ঘুমের ঘোরে
রয়না মুসলমান।