কারো ভাষা মিষ্টি অতি
কারো ভাষা কষ্টা।
কারো ভাষার মাধুর্যতায়
খুশি মহান শ্রষ্টা।


একি কথা যায়রে বলা
নানান রকম সুরে।
কথার ঢঙ্গে কাছের মানুষ
মুহুর্তেই যায় দুরে।


কথার ঢঙ্গেই ঝগড়া বিবাদ
কথায় সমাধান।
বলার মাঝেই একি কথার
বড়ই ব্যাবধান।


ছোট মনের মানুষ যারা
নিচু তারি মন।
ব্যাবহারেই পেয়ে যাবে
শত বিভাজন।